“ভালুকায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে শিক্ষার্থীর মৃত্যু”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে নাবিল (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে ভালুকা উপজেলার আশরাফুল উলুম রহমানীয়া কওমি মাদরাসার পাশের একটি মাছের খামারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাবিল উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান পাঠকপাড়া গ্রামের সৌদি প্রবাসী উসমান মিয়ার ছেলে। সে ভালুকা আশরাফুল উলুম রহমানীয়া কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালবেলায় নাবিল তার সহপাঠীদের সঙ্গে মাদরাসার পাশের একটি মাছের খামারে ঘুরতে যায়। সেখানে নৌকা ভ্রমণের সময় নাবিল হঠাৎ নৌকা থেকে পানিতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরেও সে ওপরে না উঠায় তার বন্ধুরা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাবিলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু-বান্ধব ও সহপাঠীদের মধ্যে শোকের ছাপ স্পষ্ট। স্থানীয় প্রশাসন ও মাদরাসা কর্তৃপক্ষ মৃত্যুর কারণ তদন্ত করছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত