আমরা শান্তি প্রিয়ো লোক
তাছলিমা আক্তার মুক্তা
কবি ও কথাশিল্পী ।
নয় বছর লাঙ্গল দিয়ে হালচাষ করে,
আট বছর ধান লাগিয়ে এতো ধান হয়েছে
সতেরো বছর লেগে গেছে সেই ধান
নৌকা দিয়ে বাড়িতে আনতে।
এখন
নৌকায় কি পরিমান ধান ছিলো
মাপামাপি করার জন্য দাঁড়িপাল্লায় তুলতে বলছে!
দেশের জনগণ জানতে চায়
কতো টাকা কেজি চালের ভাত খেতে পারবে
ঘরে বসে শান্তিতে।
আমরা জনগণ লাঙ্গল দরকার চাষে
ধান দরকার ক্ষেতে
নৌকা দরকার নদী পার হতে
দাঁড়িপাল্লা দরকার ওজন করতে
আমরা সবাইকে ভালোবাসি নিঃস্বার্থে ।
যে যখন আসুক দূর্নীতি মুক্ত শান্তিময় দেশ চাই।
এছাড়া চাওয়ার কিছু নাই।