ফুলপুরে জাতীয়তাবাদী প্রজন্ম দলের কমিটি ঘোষণা
ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি ঃ ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত ফুলপুর উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের ২১ সদস্য বিশিষ্ট নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ( ১ আগস্ট) এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে মোঃ মাসউদ হোসাইন সভাপতি ও বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে। এছাড়াও কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ ও কর্মঠ নেতাকর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্ন সদস্যরা হলেন :
মিজানুর রহমান মানিক -সিনিয়র সহ সভাপতি।
এনায়েত রানা -সহ সভাপতি।
সাকিবুল হাসান -সহ সভাপতি ।
এনামুল হক -সহ সভাপতি।
মাসুদ রানা -সহ সভাপতি ।
আসাদুজ্জামান নুর -সহ সভাপতি।
শামীম হোসেন – সহ সভাপতি।
সাকিব চৌধুরী – সহ সভাপতি।
ইলিয়াস বেপারী -সিঃ সহ সাধারণ সম্পাদক।
আবুল হাসান মন্ডল – সহ – সাধারণ সম্পাদক।
সোহাগ মিয়া – সহ-সাধারণ সম্পাদক।
কলিমুদ্দিন -সহ সাধারণ সম্পাদক।
জহিরুল ইসলাম – সহ-সাধারণ সম্পাদক।
নাজমুস সাকিব – সাংগঠনিক সম্পাদক।
মোশাররফ হোসেন -সহসাংগঠনিক সম্পাদক।
বরকাতুল্লাহ – প্রচার সম্পাদক।
সোহেল রানা -দপ্তর সম্পাদক.।
আজিজুল ইসলাম- সদস্য।
সুমন- সদস্য।
নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে নেতারা বলেন তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় গড়ে তুলতে ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফুলপুরে বিএনপিকে আরো সুসংগঠিত করায় আমাদের মূল লক্ষ্য। কমিটি ঘোষণা অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের আহ্বায়ক ও সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবগঠিত কমিটির সদস্যগণ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে।