ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সাভারে বিএনপির বিজয় র্যালি
বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ ,
ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত সারাদেশব্যাপী বিজয় র্যালির অংশ হিসেবে সাভারে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে বের হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন,
“প্রায় ২ হাজার শহীদ এবং ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে এবং কেউ যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
বক্তারা আরও বলেন, ৫ আগস্টের চেতনা ধরে রেখে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।