1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সাভারে বিএনপির বিজয় র‍্যালি আমায় যেও ভুলে” কবি-প্রভাষক সাবরীন সুলতানা ভালুকায় ‘জুলাই বিপ্লব’ স্মরণে র‍্যালি ও আলোচনা সভা” ওসমানীনগরে গনঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৫” জুলাই আন্দোলনের শহীদের রক্ত বৃথা যেতে দেব না: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উলিপুরে বিএনপির বিজয় র‍্যালি পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওসমানীনগরে উপজেলা যুবদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ময়মনসিংহ মহানগর ছাত্রশিবির আয়োজিত জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভালুকায় ‘জুলাই বিপ্লব’ স্মরণে র‍্যালি ও আলোচনা সভা”

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

“ভালুকায় ‘জুলাই বিপ্লব’ স্মরণে র‍্যালি ও আলোচনা সভা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আলোচনা সভা ও র‍্যালি। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের গৌরবগাঁথা স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫) ভালুকা উপজেলা হলরুমে।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা পর্বে বক্তারা ২০২৪ সালের জুলাই বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার এক গৌরবময় জাগরণ। এর চেতনা আজও প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন এবং ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর।

এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের প্রত্যক্ষদর্শী অনেকে সভায় অংশ নেন।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লব আমাদের ইতিহাসের এক বীরত্বগাথা অধ্যায়, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস জুগিয়েছে। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে হবে, যাতে তারা গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচারের জন্য সোচ্চার হতে পারে।

আলোচনা পর্ব শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা হলরুম থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হলরুমে ফিরে আসে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে আন্দোলনের চেতনা ছড়িয়ে দেন।

কর্মসূচির সমাপ্তি ঘোষণার আগে বক্তারা ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং এ দিনের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠ্যচর্চা ও আলোচনা সভার আয়োজনের দাবি জানান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভালুকা উপজেলা প্রশাসন ও স্থানীয় নাগরিক সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট