ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন ইটাখোলা রোড থেকে ৯৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ বিজয় চৌহান (৪৩) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম।
সোমবার (০৪ আগস্ট ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক “খ” সার্কেলের কানিজ ফাতেমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোতোয়ালি থানার ২১/৮, ইটাখোলা রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামির কাছ থেকে উদ্ধার করা ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিদর্শক কানিজ ফাতেমা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।