"ইটালির প্রবাসী"
কবি- প্রভাষক সাবরীন সুলতানা লাভলী,
আপনাকে বড্ড চেনা চেনা লাগছে, কে আপনি?
চেনার গল্পটা পরে বলবো সে অনেক কাহিনী
টাঙ্গাইলে বাড়ি আমার নাম হলো ঈশান,
পড়াশোনা শেষে হবো ইটালির প্রবাসী এটাই এমবিশান।
দেশের প্রতি মায়া বড্ড, তাও থাকতে চাই প্রবাসে,
কথায় কথায় যে নাকি সদাই হাসে।
HSC পাস করে AMC তে নিলো এডমিশন,
এক লাল পরীর সাথে দেখা,যার একই সেশান।
কিছুদিন শেষে হঠাৎ সে বললো হেসে,
ময়মনসিংহের ঐ লাল পরীকে বড্ড ভালোবাসে।
ক্লাস শেষে একদিন তার মুখটা হলো ভেজায় ভারী,
লাল পরী নাকি কথা বলে না, দিয়েছে আড়ি।
ভীষণ রেগে ঝড়ের বেগে বললো যাবো ইটালি,
আমি গেলে তুমি তো হয়ে যাবে.. চৈত্রের চৈতালী।
ক্লাস শেষে, রোজ যেতো ফুড ভিলেজে মিতালী,
বন্ধু -বান্ধবরা সকলেই সেখানে করতো রোজ গীতালি।
জন্মদিনে,উপহার দিবে বলে সেদিন তাদের দেখা,
কেক কাটতে গিয়ে মিতালী হয়ে গেলো একরোখা।
আমি চলে যাচ্ছি হতে ইটালির প্রবাসী,
আরে কাঁদছো কেনো, আমি থাকবো তোমারি বোকা,
চলো যাই করতে হবে কেনাকাটা।
আমি চলে গেলে জানি,তোমার পড়াশোনায় পড়বে ভাটা।
শপিং হলো,পাসপোর্ট হলো,চলে আসলো ভিসা,
আমি ঈশান ফিরবো দেশে রেখো তুমি আশা।
এবার মান-অভিমান ভুলে একটু তারা হাসে,
এখন না হয় ভালোবাসো, আগামীকাল হবো ইটালির প্রবাসী।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত