ডৌবাড়ীতে খেলাফত মজলিসের শুরা অনুষ্ঠিত
সভাপতি: ইমাম উদ্দিন
সেক্রেটারি: ইসমাঈল সিরাজী
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন খেলাফত মজলিসের মজলিসে শুরা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬আগস্ট) বিকাল ৫টায় ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত মজলিসে শুরা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে উক্ত মজলিসে শুরা পরিচালনা করেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন ও উপজেলা শাখার মজলিসে শুরা সদস্য কাজী মাওলানা শামসুজ্জামান। শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মাওলানা ইমাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হন মাওলানা ইসমাইল সিরাজী।
২০২৫-২৬ সেশনের জন্য মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন; সিনিয়র সহ সভাপতি মাওলানা আলাউদ্দিন সাবেরী, সহ-সভাপতি মাওলানা আব্দুস শহিদ, মাওলানা ইমরান আহমদ, মাওলানা কামাল আজাদ, মাওলানা আব্দুল গফফার, মাওলানা নিজাম উদ্দিন তালুকদার ও মাওলানা শিহাব উদ্দিন।
সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ, মাওলানা আলিম উদ্দিন নেওয়াজ ও মাওলানা খালেদ আহমদ।
সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ ও হাফিজ মাওলানা শামসুজ্জামান। বায়তুলমাল সম্পাদক হাফিজ জয়নাল আবেদীন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আলীম উদ্দিন। প্রচার সম্পাদক হাফিজ জিয়াউর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা সা’আদ আহমদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন আহমদ।
নির্বাহী সদস্য হাফিজ নাজমুল ইসলাম, মোঃ ইয়াহইয়া আহমদ, মাওলানা বিলাল উদ্দিন ও হাফিজ কবির আহমদ।
নব নির্বাচিত সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও নব মনোনীত সাধারণ সম্পাদক মাওলানা ইসমাঈল সিরাজীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে হেদায়তি বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন এবং বিশেষ অতিথি হিসাবে হেদায়তি বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার মজলিসে শুরা সদস্য কাজী মাওলানা শামসুজ্জামান।