ভেড়ামারার বাহাদুরপুরে বিএনপি'র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।
ভেড়ামারা উপজেলা বিএনপির বাহাদুরপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, মামুন অর রশিদ (বকুল) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসলাম উদ্দিন মোল্লা।
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।৫ আগষ্ট মঙ্গলবার বেলা ৩ ঘটিকার বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ( মাধবপুর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আসলাম উদ্দিন'র সভাপতিত্বে ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি'র সাবেক সভাপতি,কুষ্টিয়া ২ (মিরপুর- ভেড়ামারা) ১সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে আমরা সাংগঠনিক কোন কার্যক্রম করতে পারি নাই।অৎিকন্তু ত্যাগী ও বঞ্চিত কর্মীদের মুল্যায়নের সুযোগ এসেছে।আপনারা ত্যাগীদের চিহ্নিত করে তাদেরকে নির্বাচিত করবেন।হাইব্রিডদের মোটেও নয়।উক্ত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপি'র আহবায়ক এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব শাহাজান আলী।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বিশু, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস),মোঃ জানবার হোসেন,মোস্তাক আহমেদ মিন্টু,নুর উদ্দিন নুরু, আব্দুর রব গোলাম মোস্তফা ইসহাক,জাহেদুর রহমান রঞ্জু, সদস্য রোকনুজ্জামান, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু প্রমুখ।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত