ময়মনসিংহে আনন্দ মূখর পরিবেশে ড্যাব নির্বাচনী ডাঃ আজিজ --ডাঃ শাকুর প্যানেল পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৫ এর ডাঃ আজিজ -ডাঃ শাকুর প্যানেল এর প্রার্থী পরিচিত সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ এর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অডিটোরিয়ামে আজ ৬ আগস্ট বুধবার আনন্দ মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ড্যাব এর ময়মনসিংহ মেডিকেল কলেজ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত ডাঃ আজিজ --ডাঃ শাকুর প্যানেল পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ও প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব ও বিএমএ এর ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় পরিষদের নির্বাচনে সভাপতি পদ প্রার্থী অধ্যাপক ডাক্তার একেএম আজিজুল হক।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ড্যাবের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি প্রার্থী ডাঃ সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডাঃ তৌহিদুল ইসলাম জন ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডাঃ আবু মোঃ আহসান ফিরোজ।অনুষ্ঠানটি ড্যাব নেতা ডাঃ মুহাম্মদ ইসহাক এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ জাকির হোসেন জিকু,ডাঃ তোফায়েল উদ্দিন আহমেদ, ডাঃ আতিক সারওয়ার, ডাঃ মাজহারুল আমিন, ডাঃ আব্দুল্লাহেল হেল ওয়াসি,ডাঃ আল্লামা ইকবাল,ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ শেখ বসির উদ্দিন, ডাঃ আরমান কায়সার প্রমূখ।স্বাগত বক্তব্য রাখেন ডাঃ পারভেজ শামস।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করার পর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।আলোচনা শেষে কেক কেটে ড্যাবের ৪৪ তম জন্মদিন পালন করা হয়।আগামী ৯ আগস্ট শনিবার ড্যাবের কেন্দ্রীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত