সরিষাবাড়ীতে ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ আওনা ইউনিয়ন শাখার সভাপতি কবির হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ আগষ্ট) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ছ্ত্রালীগ নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি রাতে শিমলা বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ মিছিল করার সময় সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা কবীর হোসেন সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান (রাশেদ) বিষয়টি নিশ্চিত করেন।