ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উলিপুরে বিএনপির বিজয় র্যালি
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি ,
ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
র্যালিটি বিকাল সাড়ে ৪টায় উলিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হায়দার আলী মিঞা, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবাইদুর রহমান বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাজ্জাকুল ইসলাম রিপন, কুড়িগ্রাম জেলার নেতাকর্মী সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “৫ আগস্ট হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার বীরোচিত গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দিন। এই দিন আমাদের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়।”
তারা আরও বলেন, “বর্তমানে দেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।”
নেতারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “বিএনপি অতীতেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ভবিষ্যতেও রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিক দলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আনন্দঘন পরিবেশে র্যালিটি বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়।