গাজীপুরে মফস্বল সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা: একদিনে একজন নিহত, আরেকজন আহত — বিএমএসএফ’র উদ্বেগ
বিশেষ প্রতিনিধি:
ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
গাজীপুরে সাংবাদিকদের ওপর একের পর এক নৃশংস হামলায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত একদিনের ব্যবধানে দুইজন সংবাদকর্মীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে—একজনকে হত্যা ও অপরজনকে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
প্রকাশ্যে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে। তার একদিন আগেই বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনকে থানার সামনে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
এই ধারাবাহিক হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিবৃতিতে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর রাষ্ট্রযন্ত্রের নীরবতা ও অচলাবস্থাকে দোষারোপ করে বলেন,
> “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করে এই নৃশংসতা বন্ধ করা সম্ভব নয়। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য এক ভয়াবহ হুমকি।”
তিনি অবিলম্বে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেছেন।
বিএমএসএফ এই ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।