পীরগঞ্জে রেললাইনে মাদক সেবনের সময়
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে লিমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ রেলস্টেশনের দক্ষিনে মিত্রবাটির চারশ পঞ্চাশ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন পৌর শহরের মহিলা কলেজ এলাকার সহিদ এর ছেলে।
প্রত্যক্ষদর্শী তুহিন জানান, ওই যুবক রেল লাইনে বসে আঠা জাতীয় মাদক (ড্যান্ডি) সেবন করছিল। এ সময় পীরগঞ্জ ষ্টেশন থেকে ছেড়ে আসা কাঞ্চন কমিউটার ট্রেনটি তার কাছাকাছি পৌছালে সে ট্রেনটি হাত দিয়ে থামানোর চেষ্টা করে। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
পীরগঞ্জ স্টেশনের সহকারি ষ্টেশন মাষ্টার জনতা রানী জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পারবর্তীপুরগামী কাঞ্চান কমিউটার ট্রেনটি বিকাল ৫ টার দিকে পীরগঞ্জ ষ্টেশন ছেড়ে যায়। ট্রেনটি উপজেলার মিত্রবাটী এলাকার ৪৫০ নামক এলাকায় পৌছালে ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ওই যুবকের বাড়ি পৌরশহরের মহিলা কলেজ এলাকায় বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার উপপরিদর্শক আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিআরপি পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে ফেবিকল আঠার কৌটা পাওয়া গেছে।