বিড়াল দিয়ে বাঘের কাজ হবেনা: হুমায়ুন কবির
ওসমানীনগর প্রতিনিধি ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, রিড়াল দিয়ে যেমন বাঘের কাজ হয় না তেমনি দলের মধ্যে অনুপ্রবেশকারী, সুবিধাবাদী দালাল কখনও দলের উপকারে আসতে পারে না।
তিনি বলেন, এই দেশ ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে যেভাবে সৈরাচার সরকারের পতন ঘটেছে। আর সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের নেতা তারেক রহমান। আমরা তাহার দিকনির্দেশনায় কাজ করছি। উনার নেতৃত্বে আমরা সমন্বয় থাকলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দূরদৃষ্টি সম্পন্ন ও বিচক্ষণ নেতৃত্ব দিচ্ছেন। তার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরে দলকে সুসংগঠিত ও আধুনিক কাঠামোর মধ্যে আনয়ন করা। জনগণের অধিকার আদায়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপিকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই, বিএনপি এখন আরও সু সংগঠিত, আরও শক্তিশালী। আর এই পরিবর্তনের ভিত গড়ে তুলতে হলে দলীয় শৃঙ্খলা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই, তাই বিড়ালের মতো নয় বাঘের মতো সৎ সাহসী নেতৃত্ব দিয়ে এইদেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।
হুমায়ুন কবির
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সাহসী নেতৃত্বের প্রশংসা করে বলেন, এম, ইলিয়াস আলী ছিলেন এই এলাকার বাঘ। তিনি ছিলেন সাহসী, নেতৃত্ব ও আন্দোলনের প্রতীক। এই জনপদের মানুষের অধিকার আদায়ে তিনি কখনো পিছু হটেননি। গণতন্ত্র রক্ষায় তার কণ্ঠ ছিল শাণিত, নেতৃত্ব ছিল স্পষ্ট এবং চিন্তা ছিল দুরদৃষ্টিসম্পন্ন।
তিনি নিখোঁজ হওয়ার পর এই এলাকার রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবার নয়। আজও ওসমানীনগর ও বিশ্বনাথের প্রতিটি মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। ইলিয়াস আলী কোথায়? আমরা তার সন্ধান চাই, তাকে ফিরে চাই। এই দাবি শুধু একজন নেতার পরিবারের নয়, এটি এ এলাকার কোটি মানুষের হৃদয়ের আকুতি।
নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, প্রকৃত দেশপ্রেমিক, তাদের সহযোগিতা ছাড়া বৃহৎ কোনো আন্দোলন সম্ভব নয়। তিনি ওসমানীনগরের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বৃহস্পতিবার সিলেটের ওসমানীনগর উপজেলা গোয়ালা বাজারে আয়োজিত সুধি সমাবেশে এসব কথা বলেন তিনি।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান রাব্বানীর সভাপতিওত্বে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বালাগঞ্জের (সাবেক উপজেলা চেয়ারম্যান), আলহাজ্ব আব্দাল মিয়া, বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী,বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, সাবেক ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গয়াছ মিয়া, সাবেক দয়ামির ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন নুনু, ইউপি সদস্য সুলেমান মিয়া, সাইস্তা মিয়া, বিএনপি নেতা সাহেদ রাব্বানী, হাবিবুর রহমান চৌধুরী, সৈয়দ এনায়েত হোসেন, আব্দুল রউফ, সাজ্জাদুল রহমান সাজ্জাদ, আব্দুর রব, শাহ জাহাঙ্গীর মিয়া, ইয়াওর আলী, পারভেজ মিয়া, আবু শিপু চৌধুরী, আনা মিয়া, সমর আলী, হেলাল মিয়া, দুলাল মিয়া, কবির মিয়া, জামাল মিয়া, দিদার, শেখ সারওয়ার, মোশারফ হোসেন, সাহেদুল, রিপন সূত্রধর সাংবাদিক বৃন্দসহ অনেকেই।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন। শাকিল আহমদ।