“ভালুকায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আলী নূর (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইট ইঞ্জিন চল্লিশাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ উজ্জ্বল মিয়ার ছেলে। সে ভালুকার একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে সহকারী হিসেবে কাজ করত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগতির যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলী নূরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে মহাসড়কের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।