ভেড়ামারায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান।
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা চালু করন এবং কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের উদ্ধাত্বপূর্ন আচারন এবং অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভেড়ামারা উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্প্রতিবার বিকাল ৪টায় উপজেলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষকরা। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের কাছে স্বারকলিপি তুলে দেন।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় সরকারী, বেসরকারী, কিন্ডারগার্টেন, এবতেদায়ী সহ সকল পর্য্যায়ের শিক্ষার্থীরাই ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতো। হঠাৎ করেই সরকারের নীতি নির্ধারকরা কিন্ডারগার্টেন স্কুল কে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা থেকে বাদ দিয়ে দেয়। এ নিয়ে আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ কিন্ডারগার্টেন এস্যোসিয়েশন। গত ৩০ জুলাই সারা বাংলাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলাতেও মানববন্ধন ও স্বারকলিপি জমা দানের কর্মসূচী পালন করে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। এর প্রেক্ষিতেই গতকাল বৃহস্প্র্রতিবার মানববন্ধন কর্মসূচী পালন করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভেড়ামারা শাখার সভাপতি বৃত্তিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ফয়জুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহাম্মদ, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, চাঁদগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের হাতে স্বারকলিপি তুলে দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।