রাজিবদিয়ায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী
বরাদ্দ নেই, তবুও থেমে নেই উন্নয়নের পথ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রাজিবদিয়া গ্রামে সরকারি কোনো বরাদ্দ ছাড়াই নিজস্ব অর্থ ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন এলাকাবাসী। প্রায় অর্ধকিলোমিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা মেরামতে নেতৃত্ব দিচ্ছেন গ্রামের সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের আওতাধীন এই সড়কটি মৃত সুলতান মন্ডলের বাড়ি থেকে পৌরসভার শেষ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। অন্তত ৫০টি পরিবার প্রতিদিন এ রাস্তায় চলাচল করলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষায় কাদায় অচল ও শুষ্ক মৌসুমে ধুলাবালিতে ভরে উঠত।
সরকারি সহায়তার জন্য একাধিকবার আবেদন করেও সাড়া না পাওয়ায় এলাকাবাসী নিজেরাই রাস্তার ওপর সুরকি ফেলে ধাপে ধাপে চলাচলের উপযোগী করে তুলছেন। এই কাজে নারী-পুরুষ সবাই অংশ নিচ্ছেন।
উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন সুমন, শাকিল, কবির, বিপুল, নাসিমা আক্তার, নাজনীন আক্তার, নাহিদা পারভীনসহ অনেকেই।
তারা বলেন, “সরকারের দৃষ্টি চাই, তবে তার আগেই আমরা নিজেদের চলার পথ নিজেরাই তৈরি করছি।”
রাজিবদিয়া গ্রামটি মহাদান ইউনিয়ন, সরিষাবাড়ী পৌরসভা, সাতপোয়া ইউনিয়ন ও চরাঞ্চলের মাঝামাঝি একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সরকার ও প্রশাসনের দৃষ্টি যেন এই গ্রামটির প্রতি পড়ে এবং ভবিষ্যতে যেন তারা ন্যায্য উন্নয়ন সুবিধা পায়—সেই প্রত্যাশা সকলের।