হিরোশিমা দিবসে - এস ইউ সি আই এর উদ্যোগে, ডোলান্ড ট্রাম্পের কুশপুতুল দাহ।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ৬ই আগস্ট বুধবার, ঠিক বিকেল চারটায়, এস ইউ সি আই কমিউনিস্টদের উদ্যোগে, হিরোশিমা দিবসে, সুবোধ মল্লিক স্কোয়ারে , ডোলান্ড ট্রাম্পের কুসপুতুল দাহ করলেন।
উপস্থিত ছিলেন কমরেড চন্ডীদাস ভট্টাচার্য, কমরেড শংকর ঘোষ, দেবাশীষ রায়, স্বপন ঘোষাল, তরুণ কান্তি নস্কর সহ অন্যান্যরা।
আজ হিরোশিমা দিবসে, এস ইউ সি আই কমিউনিস্টের সদস্যরা, গনেশ চন্দ্র এভিনিউ এর সুবর্ণ বণিক সমাজ হলের সামনের দিকে মিছিল করে সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে জমায়েত হন এবং সংক্ষিপ্ত বক্তৃতার পর তারা ডোলান্ড ট্রাম্পের কুসপুতুল দাহ করেন।
তারা বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে, ঠিক আজকের দিনে মার্কিনীরা , জাপানের হিরোশিমা শহরে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়ে লাখো লাখো মানুষের জীবন বিপন্ন করেছিল, এই দিনটি হিরোশিমা দিবস হিসেবে পালিত হয়।
বর্তমানে প্যালেস্টাইনের উপর মদদপুষ্ট ইজরাইলের আক্রমণ, রুশ ইউক্রেনের যুদ্ধ ও উপমহাদেশের যুদ্ধের পরিবেশ সৃষ্টির পরিপ্রেক্ষিতে, আজ আমরা যুদ্ধ বিরোধী মিছিল ও সভা করে পরমাণু বোমা সহ ট্রাম্পের কুসপুতুল দাহ করলাম। আজকের দিনটিতে লাখো লাখো মানুষের কান্না ভেসে আসে, পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তাই দেশদ্রোহী কে কুসপুতুল পুড়িয়ে আমরা শান্তির বাণী ছড়ালাম। আজকের এই সভায় কয়েকশো এস ইউ সি আই এর সদস্যরা উপস্থিত হয়েছিলেন। প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত