সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সালথায় সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আজ শুক্রবার (৮ আগস্ট) বিকালে সালথা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা সহ-সভাপতি হারুন-অর -রশিদ , সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, দস্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ শাহ, কার্যনির্বাহী সদস্য এম কিউ হোসাইন বুলবুল, সাংবাদিক বিধান মণ্ডল, বিডি ২৪ লাইভ এর ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ এহসানুল হক মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এক মিনিট নিরবতা পালন করেন। এ সময় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা, এ সময় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, যদি এভাবে সাংবাদিকদের উপরে হামলা করা হয় এবং তাদের জীবনকে কেড়ে নেয়া হয় তাহলে সাংবাদিকরা কিভাবে, স্বাধীনভাবে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরবে, আমরা সালথা প্রেসক্লাব থেকে আরো জানাচ্ছি যে আসুন আমরা সারা বাংলাদেশের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হই এবং এ সকল নেককারজনক ঘটনার সাথে যারা জড়িত আছে এবং ভবিষ্যতেও থাকবে তাদের বিরুদ্ধে আমাদের কলম চলবেই।