গফরগাঁওয়ে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুরে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক খবরের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেন গফরগাঁওয়ের সাংবাদিক, মাল্টিমিডিয়া সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। যদি সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ না হয়, তবে একে একে তুহিনের মতো আরও সাংবাদিক হত্যা হবে। তারা অপরাধীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—প্রদানের দাবি জানান।
কর্মসূচিতে সাংবাদিক সৈয়দ সোহেল, সাংবাদিক মতিউর রহমান মতি সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত