গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে তেঁতুলিয়ায়
মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি,
গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের বিচারের দাবীতে তেতুলিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৪ টায় তেতুলিয়া সদর চৌরাস্তায় তেতুল গাছ তলায়
প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক তুহিন কে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে
প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলীর
এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, মোস্তাক আহমেদ, তরিকুল ইসলাম, আল আমিন, জুলহাজ উদ্দিন, রবিউল ইসলাম, এস কে দোয়েল, মোবারক হোসেন, আহসান হাবিব,
হাফিজুর রহমান হাবিব,মিজানুর রহমান মিন্টু, মোঃ আতিকুর রহমান
জুয়েল সাংবাদিকবৃন্দ প্রমুখ। এ ছাড়াও আরও বক্তব্য দেন সিপাইপাড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, পরিবেশ বিদ
মাহমুদুল ইসলামসহ অনেকে
মানব বন্ধন ও সমাবেশে বক্তারা বলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোড় দাবি জানান।
সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
বক্তারা এ হত্যাকান্ড সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিন সহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানানো হয়।