মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামে মাছের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে পায়খানা
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামে বেশ কিছু দিন যাবত অবৈধ ভাবে মাছের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে পায়খানা, যা মানুষের মাছ খাওয়া বা ক্রয় বিক্রয় ক্ষতিকর, মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামের মিনা পাড়ার মৃতঃ বদরউদ্দিনের ছেলে খাজামত আলী (৩৮) নিজ পুকুরে মাছের খাবার হিসেবে ব্যবহার করে আসছে পায়খানা যা মানুষের জন্য অবৈধ বা ক্ষতিকর, রবিবার ৯ আগস্ট-২০২৫ সকাল ৯ টার দিকে ড্রাম ভর্তি একটি আলগামন আটক করে হিজুলী গ্রামের বেশ কিছু ব্যাক্তি, পরে ঔ আগলামন চালককে জিজ্ঞাসা করে জানা যায় আগলামন চালকের নাম সাবদার আলী বাড়ি যাদবপুর গ্রামে,সে এই পায়খানা কোলা গ্রাম থেকে নিয়ে এসে মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামের খাজামতের মাছের পুকুরে মাছের খাবার হিসেবে দীর্ঘ দিন দিয়ে আসছেন, যা সরকারি আইনে অবৈধ ও ক্ষতিকর, তাই হিজুলী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে এদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা জোরদার দাবি জানায়।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত