রাত পোহালেই রাখিবন্ধন উৎসব, মার্কেট জমে উঠেছে বোনেদের রাখি কেনার ভীরেতে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ৮ই আগস্ট শুক্রবার, রাত পোহালেই মোড়ে মোড়ে পালিত হবে রাখিবন্ধন উৎসব, চলছে বিভিন্ন মোড়ে যেমন প্যান্ডেল তৈরির কাজ, তেমনি প্রতিটি মার্কেটে রাখির পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, রংবেরঙের রাখিতে ভোরে উঠেছে মার্কেট, আর সেই রাখি কিনতে ব্যস্ত মার্কেটে বোনেরা।
কারণ রাত পোহালেই শুরু হয়ে যাবে ভাইদের হাতে রাখি পড়িয়ে মেলবন্ধন সৃষ্টি করা, একে অপরকে মিষ্টিমুখ ও গিফট আদান-প্রদান। শুধু ভাই বোনেরাই রাখি পরাবেন এমনটাই নয়।
বিভিন্ন সংস্থাও এই রাখি উৎসবে মেতে উঠবে রাস্তার মোড়ে মোড়ে, পথ চলতি মানুষ থেকে শুরু করে ছোট ছোট ছেলেমেয়েদের হাতে রাখি পরিয়ে দেবেন সংস্থার মেয়েরা তার সাথে সাথেই মিষ্টি মুখ। এই রাখি উৎসব একটা আলাদা মেইল বন্ধন সৃষ্টি করে। তাই এই দিনটার জন্য ভাই-বোনেরা অপেক্ষা করতে থাকেন কখন ভাইদের হাতে রাখি পড়াবেন।।।
তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর বেশ কিছু নতুনত্ব দেখা গেল রাখির মধ্য দিয়ে।
বেশিরভাগ তৈরি করেছেন জগন্নাথ কে নিয়ে, রয়েছে বিভিন্ন কার্টুন ছবি দিয়ে তৈরি রাখি, ক্রেতারা জানালেন, এবারে আমরা মার্কেটে রাখি কিনতে এসে অনেক নতুন নতুন রাখি দেখতে পেলাম, আমাদের পছন্দ সই, বেশিরভাগ দোকানেই দেখতে পাচ্ছি জগন্নাথকে নিয়ে বেশি রাখি তৈরি করেছেন।
বিক্রেতারা জানালেন, জিনিসের দাম বাড়ার সাথে সাথে, রাখির দাম অনেকটাই বেড়ে গিয়েছে, যে রাখি ২ টাকায় বিক্রি হতো এখন তারই দাম ৫ টাকা মিনিমাম, এরপর রয়েছে ২০ টাকা ,৩০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা পর্যন্ত রাখি রয়েছে। যাহার যেটা পছন্দ হচ্ছে কিনছেন, অন্যদিকে মিষ্টির দোকানেও ভিড় চোখে পড়ার মতো, রাখি কেনার সাথে সাথে মিষ্টির দোকানে কেনার ভিড়ও জমে উঠেছে।
আবার দেখা গেল ফুলের দোকানে, ফুল দিয়ে সুন্দর সুন্দর রাখি তৈরি করে বসে আছেন ফুল ব্যবসায়ীরা, বিভিন্ন ফুল দিয়ে তারা রাখি বানিয়ে রেখেছেন, তাহারা জানালেন আমাদের এই রাখি গুলি বেশিরভাগই রাত্তের দিকে বিক্রি হয়। যত রাত্রি বাড়ে, ফুলের রাখি কিনে নিয়ে যান, আবার অনেকেই অর্ডার দিয়ে গেছেন।
তবে বিক্রেতারা জানালেন, সকালের দিকে থেকে, যত বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে আসছে, তত ভীর জমছে রাখি কেনার জন্য, কেউ এসেছেন একা কিনতে, কেউ বা এসেছেন মাকে সঙ্গে নিয়ে। তবে বিক্রেতারা আশা করছেন, তাদের বিক্রি বাটা ভালো হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত