সাংবাদিক হত্যা, নির্যাতন ও হুমকি ধামকির প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা সহ দেশ ব্যাপী সাংবাদিক নির্যাতন ও হুমকি-ধামকির প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অংশগ্রহণে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক ফজলুল কবির, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোর্তুজা আলম, সাংবাদিক দেলওয়ার হোসেন দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, নুরনবী রানা, মুনসুর আহাম্মেদ, বাদল হোসেন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যা স্বাধীন গণমাধ্যমের উপর বড় আঘাত। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত