অবশেষে এনসিএলে ময়মনসিংহ, বাদ পড়লো ঢাকা মেট্রো
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ময়মনসিংহবাসীর। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথমবারের মতো জায়গা করে নিলো ময়মনসিংহ বিভাগ। বিসিবির অনুমোদন পেয়ে আসন্ন চার দিনের এনসিএল থেকেই অংশ নেবে নবাগত এই দল। তবে তাদের জায়গা করে দিতে বাদ পড়েছে ঢাকা মেট্রো।
২০১৫ সালে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও এতদিন এনসিএলে খেলার সুযোগ পায়নি ময়মনসিংহ। একাধিকবার আবেদন ও আলোচনার পরও বিসিবি থেকে অনুমোদন না মেলায় সম্প্রতি ময়মনসিংহ বিভাগ আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিল। শেষ পর্যন্ত শনিবার (৯ আগস্ট ২০২৫) বিসিবির বোর্ড সভায় তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সভায় উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনও।
বিসিবির এই সিদ্ধান্তে এক দশকের অপেক্ষার অবসান ঘটলো ময়মনসিংহের ক্রিকেটার ও সমর্থকদের জন্য। তবে এ বছর এনসিএল টি-টোয়েন্টিতে তাদের দেখা যাবে না। ঢাকা মেট্রো ইতোমধ্যে টি-টোয়েন্টি আসরের প্রস্তুতি সম্পন্ন করায় এ সংস্করণে অংশ নিতে ময়মনসিংহকে অপেক্ষা করতে হবে আগামী মৌসুম পর্যন্ত।
আগামী মাসেই শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি। এরপর শুরু হবে চার দিনের এনসিএল, যেখানে নতুন দল হিসেবে অভিষেক হবে ময়মনসিংহ বিভাগের। দীর্ঘদিনের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রামের পর এই সাফল্য স্থানীয় ক্রিকেটে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করছে ময়মনসিংহবাসী।