চাঁদাবাজি ও অস্ত্রের যন্ত্রাংশ সহ সাইদ মোল্লার অন্ধকার রাজত্ব ভেঙে পড়ল সেনাবাহিনী অভিযানে
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাইদ মোল্লা নামে এক সাংবাদিক পরিচয়ধারী ও বিএনপির ওয়ার্ড নেতা দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি, মাদকের মাধ্যমে এলাকাবাসীর জীবনযাত্রাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। গাছ, জমি, মাছের ঘেরসহ বিভিন্ন ব্যবসায় নিয়মিত চাঁদা আদায় করে তার অবৈধ কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছিল চলিশিয়া, আন্ধা ডুমুরতলা, বেদভিটা, বলারাবাদ ও নওয়াপাড়া এলাকা জুড়ে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর তার নির্যাতনের মাত্রা ছিল ভয়াবহ।
সাম্প্রতিক এক ঘটনায় জানা যায়, সম্প্রতি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে স্থানীয় আদিত্য ও গুরু চাঁদ নামের দুই বাসিন্দার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। চাপের মুখে আদিত্যর পরিবার সাঈদের দেওয়া দুটি নম্বরে নগদ ১৭ হাজার টাকা ও বিকাশে ৩ হাজার টাকা পাঠায়। একইভাবে গুরু চাঁদ ৫০ হাজার টাকা দাবি করা হলেও ৩০ হাজার টাকা দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অভয়নগর আর্মি ক্যাম্প সেনাবাহিনী আজ ৯ আগস্ট সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে বকুলতলা ভাড়া বাড়ী থেকে সাইদ মোল্লাকে আটক করে। তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে দুইটি এন্ড্রয়েড মোবাইল, এক বাটন মোবাইল, পাসপোর্ট, বিভিন্ন দেশের ডলার, দুইটি চাপাতি, দুইটি চাকু, বন্দুকের বিভিন্ন যন্ত্রাংশ , ১২টি আইডি কার্ড, পুলিশ সীলমোহর ৩টি, এয়ারগানের বুলেট ও একটি কেঁচি।
এলাকাবাসী জানান, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে এসব অবৈধ কার্যকলাপ চালানো সাইদ মোল্লা ও তার সহযোগীদের আচরণে পুরো এলাকায় গভীর আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে এলাকার নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত