যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ লক্ষ টাকার অবৈধ পণ্যসহ আটক-৩
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।।
রবিবার (১০ আগস্ট-২০২৫) সীমান্তবর্তী একাধিক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল, মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন— ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. তুহিন হোসেন (৩৪), অপর দু’জন হলেন ইসমাইল হোসেন (২৬) পিতা-আহম্মদ আলী ও তৌহিদুল ইসলাম (২৪) পিতা-ইসমাইল হোসেন। উভয়ই যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে তুহিন হোসেনকে যশোর কোতোয়ালী মডেল থানায় এবং বাকি দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—বিদেশী মদ, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, মোবাইল ফোন, হ্যান্ড ব্যাগ, বিভিন্ন প্রকার কসমেটিক্স, পোশাক সামগ্রী, জিরা, কীটনাশক, ঔষধ, ভারতীয় রুপি ও খাদ্য সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ৭৮ হাজার ৯৩৪ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই সফলতা এসেছে। সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে।
বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত