ওসমানীনগরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
ওসমানীনগর সিলেট সংবাদদাতা ::
খেলার জয় শুধু গোলের মধ্যে সীমাবদ্ধ নয়—এতে থাকে গ্রামের ছেলেদের স্বপ্ন, মাঠের সবুজ ঘাসে গড়িয়ে যাওয়া ঘামের গল্প, আর গ্যালারিতে দাঁড়িয়ে থাকা শতশত মানুষের উচ্ছ্বাস। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কে সামনে রেখে আজ ওসমানীনগরে অনুষ্ঠিত হলো প্রস্তুতি পর্যালোচনা সভা।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘বৈঠক’-এ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা—যাদের প্রত্যেকের চোখে ছিল টুর্নামেন্টকে ঘিরে একরাশ আশার আলো।
সভায় আলোচনা হয় এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, বরং এক উৎসব হবে। খেলার ভেন্যু থেকে শুরু করে দল গঠন, নিরাপত্তা ব্যবস্থা, দর্শকদের অংশগ্রহণ—সব কিছুতে যেন ওসমানীনগরের মর্যাদা ও ঐতিহ্য বজায় থাকে, সেই লক্ষ্যেই নেয়া হয় নানা উদ্যোগ।
উপজেলা প্রশাসনের ভাষায়, “এই টুর্নামেন্ট শুধু ফুটবলপ্রেমীদের জন্য নয়, এটি আমাদের তরুণ প্রজন্মকে মাঠমুখী করার, মাদক ও নেশা থেকে দূরে রাখার, এবং ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার এক মহাসুযোগ।”
সভাশেষে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সহ উপজেলার সিনিয়র ক্রীড়া সংগঠকদের নিয়ে তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডি উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন এবং খেলোয়াড়দের উৎসাহ ও পরামর্শ প্রদান করেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত