গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড সহ সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, খুন, নির্যাতন ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুর টঙ্গী পূর্ব থানার সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১১ আগস্ট) সোমবার সকাল ১১ টায় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও গাজীপুর রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন তুহিন হত্যাকাণ্ড এটি কোন সাংবাদিকের মৃত্যু নয় এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর একটি বড় আঘাত। বক্তাগণ অবিলম্বে তুহিনের খুনিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একই সাথে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহের ফুলপুরের সাংবাদিক ফয়জুর রহমান সহ সারাদেশে সাংবাদিকদের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান এবং দোষীদের শাস্তি দাবি করেন । বক্তাগণ আরো বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও আইনের শাসন মুখ থুবড়ে পড়বে তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার বিরুদ্ধে দেশব্যাপী ঐক্য বন্ধ আন্দোলনের ডাক দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সুমন চৌধুরী, গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজল খান, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ রাজু আহমেদ তাইজুল, সাংবাদিক আবু সালে মুসা, সাংবাদিক নয়ন মনির, মানিক হোসেন বিজয় প্রমূখ।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত