গাজীপুর সাংবাদিক তুহিনের দুই এতিম সন্তানের দায়িত্ব নিলেন ময়মনসিংহের পুলিশ সুপার
মোঃ ইলিয়াছ খান
বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম এক নজির বিহীন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্পত্তি নির্মম হত্যাকাণ্ডে স্বীকার হওয়া সাংবাদিক তুহিনের দুই এতিম সন্তানের সার্বিক দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
এসপির এই মহতী উদ্যোগে সাংবাদিক মূলসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ও আলোড়ন সৃষ্টি হয়েছে। গাজীপুর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিন কে সম্পত্তি কুপিয়ে নিমভাবে হত্যা করা হয়। তার অকালে ও নৃশংস প্রয়াণে পরিবারে নেমে আসে ঘোর কুয়াশার ছায়া, বিশেষ করে তার অপ্রাপ্ত দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে, বাবা হারানোর পর এই দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে যখন উদ্বেগ বাড়ছিল, তখনই আশার আলো হয়ে এগিয়ে এসেছেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
এসপি কাজী আখতার উল আলম ব্যক্তিগত উদ্যোগে এই দুই শিশুর পড়াশোনা ও তাদের ভরণ পোশাকের দায়িত্ব নিয়েছেন।এ বিষয়ে এসপি কাজী আখতার উল আলম বলেন, তুহিন সমাজের জন্য নিবেদিত একজন সংবাদকর্মী ছিলেন। তাঁর এই নির্মম প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু তাঁর নিষ্পাপ সন্তানেরা যেন পথ না হারায়,সেটাই আমার কাম্য। আমি চাই তারা সুশিক্ষিয় শিক্ষাত হয়ে সমজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক। তিনি আরো জানান, এই শিশুদের পাশে দাঁড়ানোকে তিনি নিজের নৈতিক ও মানবিক দায়িত্ব মনে করেন। এসপির এই মহতী উদ্যোগকে পারবো না হলে স্বাগতম জানানো হয়েছে। সাংবাদিক সমাজসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার এই মানবিক পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেছেন। এটি শুধু দুই এতিম শিশুর জীবনেরই নয়, বরং সমগ্র সমাজের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিবে এবং প্রশাসনের মানবিক মুখচ্ছবিকে উজ্জ্বল করবে বলে মনে করছেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত