ময়মনসিংহে ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সিপিএসসি কোম্পানি।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন চায়না মোড় সংলগ্ন শম্ভুগঞ্জ ব্রীজ টোল প্লাজার সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় র্যাব-১৪ এর একটি দল। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদা প্লাস্টিকের ব্যাগ হাতে একজন ব্যক্তি সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ মনিরুল ইসলাম (৩১), জেলা ময়মনসিংহ। তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে ফেনসিডিল থাকার কথা স্বীকার করলে উপস্থিত সাক্ষীদের সামনে তা তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত