শ্রাবণ মাসের শেষ সোমবারে, মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ১১ ই আগস্ট সোমবার।, আজকের দিনটি শ্রাবণ মাসের শেষ সোমবার, বাঙালি সম্প্রদায়ের মানুষের আজকে শেষ জল ঢালা, তাই মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম, সারারাত ধরে চলবে বাবার মাথায় জল ঢালা।
কলকাতা সহ বিভিন্ন জেলা জুড়ে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের লাইন প্রশেসনের মধ্য দিয়ে, বাবার জয়ধ্বনির মধ্য দিয়ে, শুধু তাই নয়, একদিকে যেমন মন্দিরে মন্দিরে চলছে, পূজার্চনা, অন্যদিকে প্রতিটি মন্দিরে চলছে ভোগের আয়োজন।
মন্দিরের সামনে সামনে,, বিক্রেতারা পূজার উপকরণ নিয়ে সাজিয়ে বসে, ভক্তরা বীর জমিয়েছে সেই সকল দোকানে, অন্যদিকে দেখা গেল নদীতে এতটাই জল বেশি, ভক্তদের বেশি দূর না নামার জন্য বারবার প্রশাসনের তরফ থেকে অনুরোধ করছেন, যাহাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে,
যাহারা পুজো দিতে এসেছেন, তাহাদেরকে সতর্ক করে দিচ্ছেন আপনারা বেশি দূরে নামবেন না, এমনকি সামনে থেকে জল ভরে নির্দিষ্ট জায়গায় উঠে পড়ুন। যে কোন সময় ঘটে যেতে পারে বিপদ ও দুর্ঘটনা,
আজ সারারাত ধরে চলবে বাবার জয়ধ্বনি করে এবং প্রসেসর নিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা, সারাদিন থেকে শুরু মাকে জল নিয়ে যাত্রা শুরু করলেও, সন্ধ্যের সাথে সাথে বিভিন্ন প্রসেসান নিয়ে যেতে দেখা গেল, বাজনা বাদিসহকারে।
আর থাকতে থাকতে বাবার জয়ধ্বনি ভোলে বাবা পার করেগা, আবার কিছু ঘাটে দেখা গেল মনসা মাকে বিসর্জন দিতে। উদ্যোক্তারা মনসামাকে নিয়ে ঘাটে ঘাটে উপস্থিত।
এমনকি চোখে পড়লো ,নদীর ঘাটে ঘাটে ও মন্দিরের সামনে সামনে সিসিটিভি বসানো হচ্ছে।