হাতির বৃষ্টির ছাতা মাহমুদুল হাসান শান্ত
হাতি মামা রাস্তায় হাঁটে, মাথায় বড় ছাতা কাঁটে। বৃষ্টি এল ছপ ছপ ছপ, ছাতায় পড়ে টুপ টুপ টুপ।
চড়ুই এসে বলল দাদা, “আমাকেও দাও এক আধা।” হাতি হাসে খুশি মনে, দু’জনে গেলো গানের সুরে।