“চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে তারাকান্দার ছাত্রদল নেতাকে আটক”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদলের নেতা হিজবুল আলম জিয়েস ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিয়েসের বিরুদ্ধে চাঁদাবাজি, সাধারণ মানুষকে টর্চার সেলে আটকে নির্যাতন, এবং নেশাসেবনের মতো গুমরাহমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েস (২৬) গত ৫ আগস্ট থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে বেপরোয়া হয়ে ওঠেন। শনিবার বিকেলে মাঝিয়ালি বাজারের একটি সেলুনের মালিক হক মিয়াকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দেওয়ায় সেলুন বন্ধ করে দেন। এ সময় সেলুন মালিকসহ তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার প্রতিবাদ করলে হামলার শিকার হন এবং থানায় মামলা করেন। মামলার পর তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয়রা জানায়, জিয়েস নিজস্ব পুকুরপাড়ে একটি টিনশেড ঘরে টর্চার সেল গড়ে তুলেছিলেন, যেখানে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জিয়েসের সহযোগীরা নির্যাতিত ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করছেন এবং ভয় দেখাচ্ছেন।
পুলিশ গত ১০ আগস্ট জিয়েসের সহযোগী রাফি ও আবদুল্লাহকে গ্রেপ্তার করে, পরে রবিবার ১১ আগস্ট ২০২৫ জিয়েসকেও আটক করা হয়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ টিপু সুলতান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জিয়েসকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, শীঘ্রই এই ধরনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।