দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছেনা। যার বিরুদ্ধেই অভিযোগ হোক,
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছেনা। যার বিরুদ্ধেই অভিযোগ হোক, এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকেই ছাড় দিবেনা দুদক।
সোমবার দুপুরে জয়পুরহাটের জেলা শিল্পকলা একাডেমীতে দুদকের গণশুনানি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল করিম, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ও পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
গণশুনানিতে ৩৩ টি দপ্তরের ৬৭টি অভিযোগের গণশুনানি হয়। শুনানিতে হয়রানির শিকার ও সেবাবঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো বিভিন্ন দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। আর দুদক চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সমাধানের সিদ্ধান্ত দেন।
সিংকঃ ড. মোহাম্মদ আবদুল মোমেন, চেয়ারম্যান, দুদক।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত