শ্রীপুরে মশাল মিছিল প্রস্তুতিতে আওয়ামী লীগসহ ৭ জন আটক
মোঃসুলতান মাহমুদ,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে জনতার হাতে আটক ৪ ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগ, উপজেলা যুবলীগ ও স্থানীয় আওয়ামী লীগের আরও ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
সোমবার (১১ আগস্ট) গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের গুলিস্তান এলাকা থেকে প্রথমে ৪ জনকে আটক করা হয়। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।
আটক ব্যক্তিদের পরিচয় মিছিলের প্রস্তুতিকালে আটক: নাহিদ হাসান, শৈশব বেপারী, শিব্বির মন্ডল ও দিনার আহমেদ (উপজেলা ছাত্রলীগ কর্মী)
পরে অভিযানে আটক: শাহাদাত হোসেন (জেলা ছাত্রলীগ সদস্য), ময়েজ উদ্দিন পারভেজ (উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক), বাবুল মিয়া (৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য)
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে আজুগিরচালার গুলিস্তান পার্কের সামনে হঠাৎ কিছু অপরিচিত যুবকের জমায়েত হয়। স্থানীয়রা বিষয়টিকে সন্দেহজনক মনে করে এবং ছাত্রদল নেতাকর্মীদের খবর দেয়। পরে ইউনিয়ন ছাত্রদলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগ কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ৪ জনকে আটক করে স্থানীয়রা। তাদের কাছ থেকে পেট্রোল, কেরোসিন ও মশাল জব্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ এসে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। পরে আরও অভিযানে বাবুল মিয়া, শাহাদাত হোসেন এবং ময়েজ উদ্দিন পারভেজকে গ্রেপ্তার করে।
ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, “সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত