“সাংবাদিক তুহিনের সন্তানদের পাশে মানবিক এসপি কাজী আখতার”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই শিশু সন্তান তৌকির ও ফাহিমের ভবিষ্যৎ সুরক্ষায় এগিয়ে এসেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। তিনি কেবল একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই নয়, একজন স্নেহময় অভিভাবকের মতো শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
গত রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে ফুলবাড়িয়ার ভাটিপাড়ায় তুহিনের গ্রামের বাড়িতে গিয়ে এসপি কাজী আখতার শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন। জেলা গোয়েন্দা শাখার ওসি মাহমুদুল হাসান জানান, এসপি স্বতঃপ্রণোদিত হয়ে এই উদ্যোগ নিয়েছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তুহিনের স্ত্রী মুক্তা বেগম আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ছোট্ট ফাহিম এখনো বলে, ‘মা, বাবা কখন আসবে?’ এই প্রশ্নে বুক ফেটে যায়। এসপি স্যার আমাদের একজন অভিভাবকের মতো আশ্বাস দিয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সংঘবদ্ধ দল সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। তিনি ওই সময় একটি হানিট্র্যাপে আটক ব্যক্তির ওপর হামলার দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন। ঘটনার পর সিসিটিভি ফুটেজের সহায়তায় ৮ জনকে শনাক্ত করে পুলিশ, যার মধ্যে ৭ জন গ্রেফতার হয়েছেন এবং মূল হোতা বর্তমানে কারাগারে রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
তুহিনের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হলেও, এসপি কাজী আখতারের মানবিক উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “তিনি কেবল একজন পুলিশ কর্মকর্তা নন, একজন সত্যিকারের মানুষ।”