1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সরিষাবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক সমিতির উদ্যোগে, অশালীন ভাষার বিরুদ্ধে- সাংবাদিক সম্মেলন। ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল নিয়ে সাকত’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন! গাজীপুর শ্রীপুর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু-স্বামী পলাতক বৃক্ষমেলা-২০২৫-এর উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন ১০ লাখ গাছ লাগিয়ে গ্রীন চট্টগ্রাম গড়বো তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু ত্রিশালের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী চিরনিদ্রায় শায়িত হলেন। সালথায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি। ময়মনসিংহ র‌্যাব-১৪, সিপিএসসি কর্তৃক২ জন অপহরণকৃত ভিকটিম উদ্ধার সহ চাঁদাবাজ দলে ৫ সদস্য গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি।

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি।

ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও হত্যার প্রতিবাদে গাজীপুরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় গাজীপুর চৌরাস্তা চৌরঙ্গী মোড়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ধরনের নৃশংস ঘটনা সমাজের জন্য একটি অশনি সংকেত। তারা মনে করেন, সাংবাদিকরা যদি তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ বোধ না করেন, তবে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে। এতে সাধারণ মানুষ সঠিক তথ্য থেকে বঞ্চিত হবে।

বক্তারা আরও বলেন, তুহিন হত্যার ঘটনা প্রমাণ করে যে দেশে সাংবাদিকদের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। এসময় তারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি এবং মিথ্যা মামলার বিচার দাবি করেন।

বিশেষ করে ময়মনসিংহের ফুলপুরের সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজুর রহমানের বিরুদ্ধে আনা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

বক্তারা দৃঢ়তার সঙ্গে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের হয়রানি থেকে রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্রের ব্যর্থতা কোনোভাবেই কাম্য নয়।

কর্মসূচিতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ তাইজুল, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিংকু, কোনাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন আহমেদ এবং সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মনির।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুম রানা, সাংবাদিক হারিছুর রহমান শিপলু, মো. আরিফ, এরশাদ আলম শরিফ, সজীব সরকার, অপু, মানিক হোসেন বিজয়, আবু সালেহ মুছা, পাপেল, হাসনাত উল্লাহ, রেজা, নুরুজ্জামান শেখ, জাকারিয়া, আমান উল্লাহ আমান। নারী সাংবাদিকদের মধ্যে রেনু, মুন্নী, তানজিলা, কেয়া, সুলতানা সরকার, বিলকিস এবং মুক্তা রীনা প্রমুখও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দেন যে, যদি তুহিন হত্যার বিচার দ্রুত নিশ্চিত করা না হয় এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট