গাজীপুর শ্রীপুর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু-স্বামী পলাতক
মোঃসুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি,
গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।তবে স্বজনরা বলছেন প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে তৃতীয় স্ত্রীকে খুন করে স্বামী পালিয়ে গেছেন।
বুধবার( ১৩ আগস্ট) সকালে উপজেলার কেওয়া পূর্ব খন্ড গ্রামে কলিম উদ্দিন চেয়ারম্যান বাড়ি মোড় থেকে উত্তরে কানীর খাল সংলগ্ন আবু আলীর ভাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম আরিফা ইয়াসমিন(৩৫) সে ময়মনসিংহের নেত্রকোণা উপজেলার পাঁচ কাফনিয়া গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে। সে স্বামী- সন্তান নিয়ে উপজেলার কেওয়া পূর্ব খন্ড এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কারখানায় কাজ করতেন। অভিযুক্ত স্বামী রশিদ মিয়া উপজেলার বরমী ইউনিয়নের বরনল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ,অভিযুক্ত রশিদ মিয়া বিয়ের পর থেকে আরিফা ইয়াসমিনকে ভরণপোষণ করতেন না।এটা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে
নিহতের ছোট বোন শিফা আক্তার বলেন,আমার বোন জামাই আপাকে আগেও মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।