ময়মনসিংহ-৭-এর সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী আর নেই
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও প্রখ্যাত আলেম হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
হাসপাতালে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। এর আগে, গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেজো ছেলে ও ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন।
হাফেজ রুহুল আমিন মাদানী ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালের নির্বাচনে পুনরায় সাংসদ নির্বাচিত হয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রখ্যাত আলেম ও সমাজসেবক ছিলেন। ছাত্রজীবনে পাকিস্তান থেকে কোরআনের হাফেজ হন এবং পরে মদীনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
আজ বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় তার গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চকপাঁচপাড়া মাদরাসা ও কারিগরি কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত