ত্রিশালে ধান ক্ষেত থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধান ক্ষেত থেকে রতন চন্দ্র সাহা (২৬) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে উপজেলার কালিরবাজার রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন উপজেলার নলছিড়ি গ্রামের মতিলাল চন্দ্র সাহার ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে কালিরবাজার রেল লাইন সংলগ্ন ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “ট্রেন থেকে পড়লে যেমন আঘাত লাগে, রতনের শরীরে তেমনি আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত ভাঙা এবং কপালের চামড়া উঠে গেছে। তার পকেটে থাকা আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়।”
পরিবারের সঙ্গে সর্বশেষ বুধবার রতনের কথা হয়েছিল এবং সে জানিয়েছিল ২০ আগস্ট বাড়ি আসবে। এটি দুর্ঘটনা নাকি হত্যা—তা তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।