ফুলপুরে ফিশারি থেকে প্রবাসীর মৃতদেহ উদ্ধার
ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলোকদি গ্রামের একটি ফিশারি থেকে গত (১৩আগস্ট) রাত ৯ ঘটিকার সময় খলিলুর রহমান নিকেল, (৪৫) নামে এক প্রবাসীর মৃত দেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। নিহত খলিলুর রহমান নিকেল,ফুলপুর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মজিবর রহমানের ছেলে সে সৌদি প্রবাসী গত কয়েক মাস পূর্বে সে দেশে এসেছে। জানা যায় বুধবার দুপুরে ঔষধ ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নিকেল, পরবর্তীতে সে আসতে দেরি হওয়াই খোঁজাখুঁজি শুরু করেন তার স্বজনেরা। বিকেলে রাস্তার পাশে একটি বাচ্চা তার জুতা দেখতে পাই তারই সূত্র ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯ টার দিকে পরিবারের সদস্যগণ পার্শ্ববর্তী ফিশারি থেকে থেকে তার মরদেহ উদ্ধার করেন। লাশের গলা থেকে তলপেট পর্যন্ত বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, কান ও চোখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ফুলপুর থানা পুলিশ। এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদী জানান এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো তা স্পষ্ট নয় মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত