ভালুকার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ উত্তরা থেকে গ্রেফতার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৫) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উত্তরার একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তার অবস্থান শনাক্ত করে এবং বাসায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।” তবে মামলাগুলোর নির্দিষ্ট অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
আবুল কালাম আজাদ ভালুকা উপজেলায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। তার গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার প্রক্রিয়া সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন হয়েছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত