ময়মনসিংহে র্যাবের মোবাইল কোর্টে হাসপাতাল-ক্লিনিককে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, ৮ জনের কারাদণ্ড
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে র্যাব-১৪ এর ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিককে মোট ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা এবং ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এবং র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে কোতোয়ালী থানার চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
"ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯" এর ৫৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান করায় জরিমানা করা হয়—
পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার: ২,০০,০০০ টাকা
নিউ রুম্মা নাছিমন ডায়াগনস্টিক সেন্টার: ২,০০,০০০ টাকা
আল আকসা ল্যাব এন্ড হাসপাতাল: ২,০০,০০০ টাকা
সিরাম হাসপাতাল প্রাইভেট লিমিটেড: ১,০০,০০০ টাকা
রেডিয়েন্ট মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার: ১০,০০০ টাকা
এছাড়া, "বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫" এর ৬(ক)/১৫(ক) ধারায় পলিথিন মজুদ ও বিক্রির দায়ে মেসার্স শুকরিয়া এন্টারপ্রাইজকে ৩০,০০০ টাকা জরিমানা এবং ১,০৯৮ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, জনস্বাস্থ্য রক্ষা ও আইন প্রয়োগে এমন অভিযান অব্যাহত থাকবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত