"অপরাধ দমনে কৃতিত্বে টানা দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি হুমায়ুন কবির"
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল ৯টায় পুলিশ সুপার কার্যালয়ের শহীদ বীর মুক্তিযোদ্ধা মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সভায় জানানো হয়, জুলাই মাসে থানার সার্বিক কার্যক্রমে পেশাদারিত্ব, অপরাধ দমন, মামলার দ্রুত নিষ্পত্তি, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনসম্পৃক্ততায় সর্বোচ্চ সাফল্য অর্জন করায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
ওসি হুমায়ুন কবির বলেন, “এই সম্মান ভালুকা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভায় ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত