আমরা শোকাহত
কবি-প্রভাষক সাবরীন সুলতানা
হে পিতা, জাতি আজ গভীর ভাবে শোকাহত,
তোমার স্মরণে বাংলার সকল বেদীতে,
হাজারো পুষ্পস্তবক অর্পণ করা রয়েছে অব্যাহত।
তোমার সকল চিহ্ন মুছে ফেলার সকল অপচেষ্টা,
ভাঙচুরের ধ্বংস লীলা ঘটিয়েছে যারা,
তোমাকে স্মরণ করে আজ বেড়েছে তাদেরও তেষ্টা।
ওরা ভেবেই নিয়েছিলো হয়তো তোমার স্মরণে,
বেদীতে দিবেনা কেউ ফুল,
আজ বাংলার আপামর জনগণ প্রমাণ করেছে,
বুঝিয়ে দিয়েছে ওদের ধারণা সম্পুর্ণ ভুল।
হে পিতা, জাতি আজ সত্যিই,
তোমার ব্যথায় গভীরভাবে মর্মাহত,
ধানমন্ডি ৩২ সহ সারা বাংলার সকল বেদীতে,
মোমবাতি প্রজ্জ্বলন,পুষ্পস্তবক অর্পণ,
সাথে অবিরাম ভালোবাসা দিয়েছে যথাযথ।
পুরো বাংলা আজ যেনো তোমার ব্যথায় হতাহত,
হে পিতা, আমরা গভীর ভাবে শোকাহত।
গোপালগঞ্জ সহ অনেক জায়গায়
ধ্বংসের জন্য ওরা তুলেছিলো মহা রেশ,
ওরা হয়তো একটি কথা জানেনা,
বঙ্গবন্ধু হলো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ।
ওরা চেয়েছিলো মুছে ফেলবে তোমার অস্তিত্ব,
ফ্যাসিস্ট, সাদা পলিথিনেরা, করবে দেশে রাজত্ব।
ওরা ধরেই নিয়েছিলো বাংলার জনগণ,
সুদখোরদের করবে সদাই দাসত্ব।
তবুও তুমি আছোও-এবং থাকবে,
পতাকায়, সংবিধানে,মানচিত্রে,
প্রতিটি মুক্তচিন্তার অনুতে,
প্রতিটি বাঙালী বিবেকের জাগরণে,
হাজারো হৃদয়ের মনিকোঠায় নিত্য ছবি আঁকবে।
হে পিতা, আমাদের ক্ষমা কর, আমরা দুঃখিত,
তোমার প্রতিশোধ নিতে বাঙালী নিজেকে করছে সংযত,
অনুশোচনায় জ্বলছি সদাই, আজ আমরা শোকাহত।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত