তেতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, বালক সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় তেতুলিয়া উপজেলা ২ নং তিরনই হাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, বালক সম্পন্ন করার লক্ষ্যে
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের
মাঠে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ) তিরনই হাট ইউপির চেয়ারম্যান আলমগীর হোসাইন
এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,আজিজনগর গ্রামের
পরিবেশ বিদ পদকপ্রাপ্ত কর্মী মাহমুদুল ইসলাম মামুন, তেঁতুলিয়া মডেল থানার পুলিশের এস আই কমলেশ, সমাজসেবক তুষার হোসাইন, হেল্প সোসাইটির সভাপতি শাকিল আহমেদ
তিরনই হাট ইউপির বিএনপি সভাপতি আমানউল্লাহ আমান,
তিরনই হাট ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বাংলাবান্ধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির
,সহ গন্যমান্য ব্যক্তিবন্দ। তিরনই হাট ইউপির চেয়ারম্যান আলমগীর হোসাইন
জানান
আগামী ২৯ আগস্ট বিকেলে ফকির পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার তিরনই, বাংলাবান্ধা, তেতুলিয়া, শালবাহান, বুড়া-বুড়ি, ভজনপুর, দেবন গড়সহ ১৬ টি টিম নিয়ে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, শুভ উদ্বোধন ঘোষণা করা হবে বলে বলেন ।