“ভালুকা-গফরগাঁও সেতুর দাবিতে মানববন্ধন”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলার মধ্যবর্তী সুতিয়া নদীতে সেতু নির্মাণের দাবিতে স্থানীয় জনগণের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন কোমলমতি শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয়রা জানান, স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলেও দুই উপজেলার বাসিন্দাদের ভোগান্তি কমেনি। ভালুকা উপজেলার বিরুনীয়া বাজার এবং গফরগাঁওয়ের মুখী শাহ মিসকিন নতুন বাজারের খেয়াঘাট পার হতে মানুষ বাধ্য হয়ে নৌকা ব্যবহার করেন। প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ এই খেয়াঘাট পারাপার করেন, যা তাঁদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।
স্থানীয়রা বলেন, নৌকা পারাপারে দুর্ঘটনার ঝুঁকি থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রায়ই সমস্যার মুখে পড়েন। এছাড়া অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে কৃষকরা তাদের পণ্য বাজারজাত করতে সমস্যায় পড়েন এবং শিক্ষার্থীরা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না।
মানববন্ধনের শেষে উপস্থিতরা বিরুনীয়া বাজার ও মুখী এলাকার শাহ মিসকিন নতুন বাজারের খেয়াঘাটে নবদিগন্ত সেতু নির্মাণের জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সেতু নির্মাণ করা হলে দুই উপজেলার মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত