1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ময়মনসিংহে ১৬৯৯ সালের প্রাচীন মুদ্রণযন্ত্রের সন্ধান আমরা শোকাহত কবি-প্রভাষক সাবরীন সুলতানা বরানগর পৌরসভার অন্তর্গত- প্রাক স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হলো,। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মেহেরপুর জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা সার কারখানায় শিগগিরই গ্যাস সংযোগ বিসিআইসি চেয়ারম্যান সরিষাবাড়িতে সচেতন নাগরিক সংঘের বৃক্ষ রোপন কর্মসূচি ভোলাহাটে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! ভোলাহাটে কানের সোনা বন্ধক রেখে ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার! অভয়ার বিচারহীন এক বছর,,, বিভিন্ন অনুষ্ঠান ও মশাল মিছিলের মাধ্যমে রাত দখল করলেন। পটিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ভোলাহাটে কানের সোনা বন্ধক রেখে ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার!

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ভোলাহাটে কানের সোনা বন্ধক রেখে ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার! কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে জুলেখা! ইউএনও’র কাছে লিখিত অভিযোগ!

এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরীব-অসহায় রিক্সা চালকের বউ জুলেখা ভিডাব্লিউবি’র (শিশু মাতা) কার্ডের জন্য কানের সোনা বন্ধক রেখে (সুদের উপর) মেম্বারকে টাকা দিয়েও কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে যেনো দেখার কেউ নেই! অবশেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলো জুলেখা!

অভিযোগে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামের গরীব-অসহায় রিক্সাচালক আব্দুস সামাদের বউ জুলেখা গরীবিহালের সংসারে স্বামীর সামান্য আয়ের টানাপোড়েনের মধ্যে জোড়াতালি দিয়ে অন্যের সাহায্য-সহানুভূতি নিয়ে তার সংসার চলে।

জুলেখা বেগম বলেন, পাড়া-পড়শীর মুখে শুনে ভিডাব্লিউভি’র ২ বাৎসরিক কার্ডের তার ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিবের স্বরণাপন্ন হলে সাড়ে ৫ হাজার টাকা দাবী করে। গরীবের সংসারে টাকাপয়সা জোগাড় না থাকায় আমার কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা প্রদান করি।

জুলেখা আরো বলেন, ভিডাব্লিউবি (শিশু মাতা) কার্ড সরকারীভাবে বিতরণ শেষ হলেও আমাকে ডেকে মেম্বার আব্দুর রাকিব বলেন, আরো টাকা লাগবে! তা-না হলে তোমার কার্ড হবে না বলে আমাকে পাঠিয়ে দেন। আমি কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। মেম্বার আমাকে কার্ড না দিলে টাকা ফেরৎ চাইলে আমার সাড়ে ৫ হাজার টাকাও দেয়নি। উপায়ন্তর না পেয়ে গত ১২ আগষ্ট ২০২৫ তারিখে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জুলেখা বেগম এ প্রতিবেদককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গরীবের সংসার হামার, নুন আনতে পান্তা ফুড়ায় হামাঘেঁরে। হামি আব্দুর রাকিব মেম্বারের ন্যায্য বিচার চাহি! আপনারা দশভাই হামার গরীব-অসহায় পরিবারের জন্য ভাল কিছু করলে আল্লাহ্ তোমাঘেঁরে ভাল করবে ভাই বলেই জুলেখা কেঁদে ফেললেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্ বলেন, বিষয়টি আমার সচিবের কাছে শুনেছি। আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে একজন গরীব-অসহায় রিক্সা চালকের বউয়ের কথা শুনে চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে আরো বলেন, এ ধরণের মেয়ের কার্ডটা করা প্রয়োজন ছিলো বলে তিনি জানান।

এ বিষয়ে মেম্বার আব্দুর রাকিবের মোবাইল নম্বর ০১৭০৫৯০২৮২৬ যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ১২ আগষ্ট আমি ইউএনও স্যারের সাথে কথা বলে এসেছি। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা মিথ্যা প্রপাগাণ্ডা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে তিনি জানান।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে ভিডাব্লিউবি (শিশু মাতা)’র কার্ড পেতে কানের সোনা বন্ধক রেখে (সুদের উপর) সাড়ে ৫ হাজার দিয়েও কার্ড না পাবার জেরে জুলেখার কান্না জড়িতকণ্ঠের ছবি। পাশে-স্বামী রিক্সা চালক আব্দুস সামাদ ও সংশ্লিষ্ট ইউপি মেম্বার আব্দুর রাকিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট